শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) আবারও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাবুরা ইউনিয়নের এক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাস্টার্স পর্যায়ে নিবন্ধন ফি প্রদানে আর্থিক সংকটের একটি পোস্ট তার নজরে আসে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি কোনো প্রকার বিলম্ব না করে ওই শিক্ষার্থীর সম্পূর্ণ নিবন্ধন ফি নগদ প্রদান করেন।
তার এই নিঃস্বার্থ মানবিক সহায়তায় এলাকাবাসী ও সামাজিক সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সমাজের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য আগেও বহুবার মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা বলেন, কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শুধু একজন সংগঠক নন—তিনি মানবতার প্রকৃত বন্ধু। তার মতো মানুষ সমাজে আলোর দিশা দেখায় এবং নতুন প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করে।
উল্লেখ্য, ২০০৬ সালে মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে তিনি “জেলেখালি ভাই ভাই সংঘ” নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির মাধ্যমে তিনি দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি ফি প্রদান, স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ, মাদ্রাসা শিক্ষার্থীদের পাঞ্জাবি প্রদান, মসজিদ ও মন্দিরে ফ্যান, রড, সিমেন্ট, জানালা-দরজা সরবরাহসহ নানাবিধ ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
এছাড়া বর্ষা মৌসুমে খেটে খাওয়া মানুষের মাঝে রেইনকোট বিতরণ, শীতকালে কম্বল বিতরণ, ঈদে পাঞ্জাবি, শাড়ি ও লুঙ্গি প্রদান, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, গাছের চারা বিতরণ, যুব সমাজের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট ও বল বিতরণ, অসুস্থ রোগীদের ওষুধ কেনায় সহায়তা, প্রাকৃতিক দুর্যোগ আইলার সময় সুপেয় পানি বিতরণ, সড়ক দুর্ঘটনায় আহতদের নগদ অর্থ সহায়তা, পুষ্টিহীন শিশুদের মাঝে কৌটার দুধ বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
করোনা মহামারির সময় তিনি অসচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল ও তেল বিতরণ করেন। পাশাপাশি তিনি “মানবতার ফেরিওয়ালা” নামে একটি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন গড়ে তুলে সমাজসেবায় অনন্য ভূমিকা রাখছেন।
সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন, এ ধরনের মহৎ ও reminding উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply