শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৭ শে মার্চ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ঈশ্বরীপুর অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দিরে আগমন করবেন। এ উপলক্ষে সোমবার বেলা ১২টার দিকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়ার লক্ষে হেলিপ্যাড একালা, রাস্তা, আশ পাশের এলাকা ও মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন র্যাবের মহা-পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন র্যাব এর এডিজি কর্নেল তোফায়েল, বিপিএম, পিপিএম এবং পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, খুলনা র্যাব ৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামমনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন, উপজেলা নিবার্হী কর্মকর্তা আ,ন,ম আবুজার গিফারি, থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা সহ বিভিন্ন সংস্থার উদ্ধর্তন ব্যক্তিবর্গ। এ সময় র্যাবের মহা-পরিচালক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে সকল বাহিনীর সমন্বয়ে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply