,

কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে জনসাধারনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ

কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে সর্ব সাধারন জনগনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২১শে মার্চ) সকালে শহরের পায়রা চত্বর সহ বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম।

এ সময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ বিষয়ে মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আমরা সব সরকারি দফতর ও বিপণিবিতানগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতেও আমরা সর্বাত্মক চেষ্টা করছি; যাতে কেউ মাস্ক না পরে বিপণিবিতানগুলোতে না আসেন।
উক্ত ফ্রি মাস্ক বিতরন কর্মসূচীর সার্বিক ব্যবস্থা ও নেতৃত্ব দেন মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইমরান আলম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন ,৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সোহেল আরমান, এসআই জাহিরুল ইসলাম সহ প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকার বিপণিবিতান ও সাধারন জনগনকে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং সবাইকে মাস্ক পরিয়ে দেন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইমরান আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *