,

কৈখালীর অসহায় রিয়াজুলের চিকিৎসার্থে এগিয়ে এলেন মাসুদা খানম মেধা

নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার ০৫ নং কৈখালী ইউনিয়নের কাঁকর ঘাটা গ্রামের আবু মুছার ভাগ্নে অসহায় শিশু মো. রিয়াজুল ইসলাম।

দুঃস্থ, হতদরিদ্র ও ছিন্নমূল এই শিশুটির নাক, কান ও গলার সংযোগস্থল জটিল টিউমারে আক্রান্ত হয়। একটা সময় টিউমারটি ফেঁটে অনবরত নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এলাকার কয়েকজন উদ্যমী তরুণ ও স্বেচ্ছাসেবক রা এই ঘটনাটি ফেসবুকে তুলে ধরলে সকলেই রিয়াজুল এর চিকিৎসা কল্পে এগিয়ে আসার মানসে নগদ অর্থ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রিয়াজুল এর পাশে দাঁড়ান। পরবর্তীতে গত ২৩ মার্চ রিয়াজুল কে অপারেশন এর জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজুল এর ঔষধ ক্রয়ের টাকা নেই মর্মে আবারও সকলের নিকট সাহায্য চাওয়া হয়। সেই স্ট্যাটাসটি নজরে আসে বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা। তিনি রিয়াজুল এর অপারেশন পরবর্তী সময়ে সকল ঔষধ ও আনুষঙ্গিক খরচের জন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছিলেন।
তারই প্রতিশ্রুতি রক্ষার্থে বুধবার (১৪ এপ্রিল) দুপুরে রিয়াজুল এর বাসায় যেয়ে শেখ মাসুদা খানম মেধার প্রতিনিধি হিসেবে রিয়াজুল ও তার মায়ের নিকট নগদ অর্থ তুলে দেন মো. মোস্তাফিজুর রহমান মনি। এসময় সিডিও ইয়ুথ টিম, কৈখালী ইউনিয়নের উপদেষ্টা গাজী মোস্তাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় রিয়াজুল ও তার পরিবারের পক্ষ থেকে শেখ মাসুদা খানম মেধার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। তাৎক্ষণিক মুঠোফোনে শেখ মাসুদা খানম মেধা কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম এর সাথে কথা বলে অসহায় রিয়াজুল এর পরিবারের জন্য একটি ভিজিএফ ভাতাভোগীর কার্ডের সুবন্দোবস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *