,

শ্যামনগরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হুমকি- থানায় সাধারণ ডায়েরী

স্টাফ রিপোর্টার: দৈনিক সময় ও নয়াডাক পত্রিকার সাংবাদিক মোঃ ইস্রাফিল হোসেন মিলনকে হুমকি প্রদর্শন করায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি ।
(৯২৫) নাম্বার ডায়েরিতে ইস্রাফিল হোসেন মিলন উল্লেখ করেছেন । একাধিক মাদক ও নারী পাচার কেসের আসামী, ১১ গ্রাম গাজা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হুমকি। শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামের রুহুল কুদ্দুসের পুত্র মনিরুল ইসলাম (৪০) একাধিক মাদক ও নারী পাচার কেসের আসামী সে, ১১ গ্রাম গাজা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের আব্দুল গণি গাজীর পুত্র মোঃ রেজওয়ানকে ঘটনাটি কালিগঞ্জ থানা এলাকায় হওয়ায় কালিগঞ্জ থানার চৌকশ অফিসার্স ইনচার্জ, মাদক দিয়ে ফাঁসানোর ঘটনার সত্যতা পেয়ে রেজওয়ানকে মুক্ত করে দেন। এই ঘটনার হুবহু সংবাদ প্রকাশ করলে ১৮ মে (মঙ্গলবার) সন্ধ্যার সময় গোডাউন মোড়ে সাংবাদিক ইস্রাফিল হোসেন মিলন কে অকথ্য ভাষায় গালিগালাজ করে উক্ত নারী পাচারকারী সন্ত্রাসী। মিথ্যা মামলা দিবে ও সুযোগ পাইলে ক্ষতি করিবে বলিয়া বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে । সত্যের টুটি চেপে ধরতে সাংবাদিকদের উপর মামলা হামলার চক্রান্ত যেটা জাতির জন্য কলঙ্ক জনক বৈ কিছু না। এই হুমকির ঘটনায় শ্যামনগরের সর্বস্তরের মানুষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *