,

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে আবারো হ্যাকারদের কাছে প্রতারণার শিকার অসহায় গরীব রমজান

বুড়িগোয়ালিনী প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর এর বুড়িগোয়ালিনী ইউনিয়নের অন্তর্গত কলবাড়ি গ্রামের সাকাত আলী মোড়ল এর ছেলে রমজান আলী বিকাশ হ্যাকারদের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে। ৩০ জুন ২০২১ইং তারিখে হ্যাকাররা লক্ষাধিক টাকার প্রলোভন দেখিয়ে এবং হ্যাকাররা বিকাশ একাউন্ট ঠিক করার কথা বলে রমজানের কাছ থেকে হাতিয়ে নিলো ২২,৫০০ টাকা। অত্র ইউনিয়নের কলবাড়ি বাজারের বিকাশ ব্যবসায়ী আবু বাক্কার সিদ্দিক এর দোকানে গিয়ে তার নিজের বিকাশ একাউন্টে টাকা দিতে বলেন রমজান। বিকাশ এজেন্ট সিদ্দিক এর কাছ থেকে এরকম টাকা এর আগেও প্রয়োজনের তাগিদে বিকাশে লেনদেন করেছে। বিকাশ একাউন্টে টাকা দেওয়ার পরে রমজান একটু দূরে গিয়ে মোবাইল ফোনে কথা বলতে থাকেন। হ্যাকাররা রমজানের কাছে পাঠানো OPT কোড চাইলে রমজান কোডটি বলে দেয় এবং সাথে সাথে বিকাশ একাউন্টে থাকা ২২.৫০০ টাকা চলে যায়। কিছুক্ষণ পরে বিকাশ ব্যবসায়ী সিদ্দিক উক্ত বিকাশ কৃত টাকা চাইলে রমজান হ্যাকারদের কাছে বলে- ভাই আমার বোনাস সহ টাকাটি আমার বিকাশ একাউন্টে পাঠিয়ে দেন। হ্যাকাররা বলে আরও তোমার বিকাশ একাউন্টে ১৫,০০০ টাকা ক্যাশ ইন করো। রমজান হ্যাকারদের কাছে বলে আগের ২২,৫০০ টাকা না দিলে বিকাশ এজেন্ট ১৫০০০ টাকা দেবেনা । হ্যাকাররা বলে আমরা তোমার সাথে কথা বলছি তুমি ওদের সাথে বলেছো নাকি, রমজান বলে হ্যা বলেছি; পর জবাবে হ্যাকাররা বলে তুই বলেছিস কেনো? আবারো তোর নিজের বিকাশ একাউন্টে ১৫০০০ টাকা ক্যাশ ইন করবি তারপরে বোনাস সহ টাকা পাবি আর তাছাড়া বিকাশ একাউন্ট ঠিক হবে না।বলে ফোন কেটে দেয়। পরে হ্যাকারদের নাম্বারে বারবার কল করার চেষ্টা করলেও ফোন কল আর ঢোকাতে পারে না। পরে সিদ্দিক স্থানীয় লোকদের বিষয়টি জানায়। অতঃপর রমজান নগদ ১০০০০ টাকা দিতে শিকার হয় এবং বাকি ১২৫০০ টাকা দিতে ১৫ দিনের সময় নেয়। অবশেষে অসহায় গরীব রমজানের কান্নার আর শেষ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *