ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় ১/০৭/২১ তারিখ বৃহস্পতিবারে মুন্সীগঞ্জ বাজারের পোল্ট্রি হাট দখল।অভিযোগের তীর তহসিলদারের দিকে শিরোনামটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।আমরা দীঘ ১০ বছর ধরে মুন্সীগঞ্জ বাজারে ঐ জায়গায় পোল্ট্রির ব্যাবসা করে আসছি। বৃষ্টির কারণে গোলপাতার চাল দিয়ে অস্থায়ী ব্যাবসা পরিচালনা করেছি।কিন্তু স্থানীয় কিছু সাথনিষি মহল আমাদের কাছে চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাদের ব্যাবসা করতে দেবে না বলে হুমকি দেয়।কিভাবে ব্যাবসা করব তারা দেখে নিবে বলে। সেখান থেকে মহলটি তারা বিভিন্ন সরকারি দপ্ততারে ফোন করে আমাদের ব্যাবসা করার জায়গা ভেঙে দিবা চক্রান্ত চালাচ্ছে।সংবাদে বলা হয়েছে স্থানীয় তহশিলদার কে ম্যানেজ করে দখল করেছি বিষয়টি আদৌ সত্য নয়।আমরা অনেক আগে থেকে এভাবে দোকানদারি করে আসছি কি কারণে তহশিলদার কে ম্যানেজ করতে যাব? এরা আবার সংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদের ও তহশিলদারের নামে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারি
মুন্সীগঞ্জ বাজারের সাধারণ সম্পাদক ও পোল্ট্রি ব্যাবসায়ীরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply