আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনিতে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক না পরার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০১৮ এর আইনের ২৪ ধারায় ৩টি মামলায় চার জনকে সর্বমোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। বুধহাটা, দরগাহপুর ও মহিষাডাঙ্গা মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্য বিধি অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে ও মাস্ক ব্যবহার না করার অপরাধে বুধহাটা গ্রামের রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলামকে ৫০০ টাকা, দাতপুর গ্রামের এমদাদুল, আসরাফ ও মুন্না হোসেনকে ৫০০ টাকা, মহিষাডাঙ্গা গ্রামের তারাপদ সরকারের ছেলে রিপন সরকারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য জনসাধারণকে সচেনতন করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সেনা সদস্য, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply