,

আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠনের উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে বিস্তার করেছে। করোনা পরিস্থিতি প্রতিরোধ প্রচেষ্টায় সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের ভূমিকা অব্যাহত রয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল এবং সমর্থ অনুযায়ী সমাজের বৃত্তবানরাও এগিয়ে এসেছে। রোববার (১১ জুলাই) সাতক্ষীরা পিএন বিয়াম স্কুল সংলগ্ন মাঠে সাতক্ষীরা পৌর এলাকার অসহায় কর্মহীন সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠন। সহস্রাধিক মানুষের মাঝে রান্না করা খাবার প্যাকেট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আনিছুর রহিম, মাহমুদ আলী আবীর, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, মোসফিকুর রহমান মিল্টন, মোস্তাক আলী, তুহিন, রফিকুল ইসলাম, পারভেজ, কাজী ফারুক হাসান প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে লকডাউন এর জন্য কর্মহীন অসহায় পরিবারে মাঝে ত্রাণ কার্যক্রম ইতমধ্যে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠনটি করোনাকালীন লকডাউন এর জন্য কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *