,

আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্ধ দেয়ার আশ্বাসে গৃহহীন সঞ্জয় দাসের পরিবারে আনন্দের বন্যা

এস,কে আলীম,কপিলমুনি খুলনাঃ উপজেলার দক্ষিন সলুয়া গ্রামের ভূমি হীন- গৃহহীন দলিত সঞ্জয় দাসের পরিবারে এখন বইছে আনন্দের বন্যা। কর্তৃপক্ষ আশ্রায়ন প্রকল্পের একটি ঘর তাকে বরাদ্ধ দেয়ার আশ্বাসে তাদের এ আনন্দ।দীর্ঘদিন গৃহহীন হয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিল সঞ্জয় দাসের পরিবার। পরিবারের বৃদ্ধা মা সহ পাঁচজন সদস্যের সিমাহীন কষ্টের কথা গত ২৭ জুন দৈনিক অগ্রদূত সহ বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত হলে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। সেই সূত্র ধরে পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল শাহারিয়ার হক গত ৮ জুন সঞ্জয় দাসের খোঁজখবর নেন। মুজিব বর্ষের উপহার হিসাবে আশ্রায়ন প্রকল্পের একটি ঘর দেয়া হবে বলে তিনি সঞ্জয়কে আশ্বস্থ করেন।এসময় সঞ্জয়ের তথ্যবিবরনী তিনি তাঁর ব্যাক্তিগত ডাইরীতে লিপিবদ্ধ করেন।এ খবরে সঞ্জয় সহ তার পরিবার নতুন ঠিকানার আশায় বুক বেঁধেছে। সঞ্জয়ের বৃদ্ধ মা চপলা রানী দাস জানান পেটে খিদে থাকলেও রাতে মাথাটা গুঁজে ঘুম পড়তে পারবো। সঞ্জয়ের কিশোর পুত্র সুমন দাস আনন্দে কেঁদে বললো, নিজেদের একটা আশ্রয় হচ্ছে এর থেকে আর কিছু চাওয়া পাওয়ার নেই।তবে দ্রুত ঘরটি পাওয়ার আশায় সঞ্জয়ের পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হকের দিকে মুখিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *