,

বাধাইড় ইউপিতে জনজরীপে এগিয়ে মোসা-রুমা

মোঃফিরোজ উদ্দিন, তানোর( রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জন জরিপে এগিয়ে আছেন, মোসাঃরুমা।

স্থানীয় সুত্রে জানা গেছে, আসন্ন১১ নভেম্বর বাধাইড় ইউপি নির্বাচনে প্রতিষ্ঠিত, কর্মী-জনবান্ধব, অপ্রতিদন্দী ও পরীক্ষিত নেতৃী মোসা-রুমা, সাইধাড়া,মাড়িয়া,জোকার পাড়া,বলে ভোটারদের মাঝে সাড়া পাওয়া যাচ্ছে যে,

উন্নয়নের ধারা অব্যহত রাখতে অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আর্থিকভাবে দূর্বল কোনো প্রার্থী সদস্য হলে সে প্রকল্পের টাকায় ভাগ বসাবে এতে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে, আর সেটি হলে সরকারের ভাবমুর্তিও ক্ষুন্ন হবে। অধিকাংশক্ষেত্রে স্থানীয় নির্বাচনে ভোটারগণ এসব বিচার-বিশ্লেষণ করেই ভোট প্রয়োগ করে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, বাধাইর ইউনিয়ন কৃষি প্রধান এলাকা প্রায় ৯০ শতাংশ মানুষ কৃষিজীবী। ফলে কৃষিজীবী এসব সহজ সরল মানুষ তাদের মতো সহজ সরল ও নম্র-ভদ্র আচরণ বিশিষ্ট সমাজের সাদাসিধে ব্যক্তিকে তারা তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।

আরো জানা গেছে, বিগত দীর্ঘ ১০ বছর ধরে তিনি সুনামের সঙ্গে ইউপির নেতৃ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার এলাকায় তার নেতৃত্ব কালিন সময়ে

, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডির খাদ্য সহায়তা, সেনেটারী ল্যাট্রিন, সচেতনা মূলক কর্মকান্ড করে সকলের দৃষ্টি কেড়েছেন।

এসব বিষয়ে জানতে চাইলে মোসাঃরুমা,জানান জনগণ আমাকে ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ ও মানুষের পাশে থাকার জন্য সুযোগ করে দেবে।আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। দেখার মালিক সৃষ্টি কর্তা। যে কয় দিন বেঁচে আছি আমি যেনো জনগনের পাশে থেকে ইউনিয়নে এবং আমার ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজ করতে পারি। এটিই আমার আশা। ভোট জনগণের হাতে তারা যাকে খুশি তাকে ভোট দিবে। তবে, আমি ইউনিয়নের এবং আমার ওযার্ডের সর্বস্তরের মানুষের পাশে থেকে উপকারের চেষ্টা করছি। আবার জনগণ আমার কথায় যাতে কষ্ট না পায় তার জন্য সর্বক্ষণিক চেষ্টা করি।

তিনি আরো বলেন,আমি নতুন আমার ভুল গুলোকে ক্ষমা করবেন এবং আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *