এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় জলবায়ু অধিপরামর্শ ফোরাম,উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, উপজেলা যুব ফোরাম এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন কমিটির যৌথ আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুব ফোরামের সভাপতি মমিনুর রহমানের সঞ্চালনায়
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সাবেক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, যুগ্মসাধারণ সম্পাদক এম কামরুজ্জামান,সমাজকর্মী কুমুদ রঞ্জন গায়েন, সিডিও ইয়ুথ টিমের সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক জান্নাতুল নাঈম,লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার মনোয়ার হোসেন, লিডার্সের মনিটারিং অফিসার রনজিৎ মন্ডল,পরিতোষ কুমার মন্ডল প্রমুখ।
বক্তাগণ বলেন, উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ, সুপেয় পানির নিশ্চয়ত করা এবং “একটি বাড়ি একটি শেল্টার” ডিজাইন তৈরি করে মডেল বাড়ি নির্মাণ ও এই বাড়ি নির্মাণে প্রনোদনা দেওয়ার দাবি জানানো হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply