,

শ্যামনগরে নির্বিঘ্নে বাগদা ঘের পরিচালনার দাবীতে চিংড়ি চাষীরা মানববন্ধন

মেহেদী হাসান মারুফ,শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা’র সাদা সোনাখ্যাত ও প্রধান রপ্তানীমুখী পণ্য বাগদা চিংড়ি চাষের অনুকুল পরিবেশ তৈরী ও নির্বিঘ্নে বাগদা ঘের পরিচালনার দাবীতে চিংড়ি চাষীরা মানববন্ধন করে
কৈখালী ইউনিয়নের ২৭ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় অত্র এলাকার চিংড়ি চাষীবৃন্দর আয়োজনে পরানপুর নিদয়া এলাকায় আবদার মানববন্ধন করে। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মায়ের দোয়া চিংড়ি প্রকল্পের মালিক আলহাজ্ব ইদ্রিস আলী, পিন্টু মন্ডল, ফজলুল মোড়োল, মনোরঞ্জন মন্ডল, সহিদুল গাজী, কালাম গাজী, মোহাম্মদ আলী। বক্তারা বলেন, নদীমাতৃক এলাকায় সাদা সোনা চিংড়ি চাষ করে হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ হয়। সুন্দরবন উপকূলে আর একমাত্র চিংড়ি চাষ করে আমাদের বাচ্চা-কাচ্চা পড়াশুনা করা, সকলের চিকিৎসা ব্যয় বহন করতে হয়। আমরা যাতে নির্বিঘ্নে চিংড়ি চাষ করতে পারি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *