নারায়নগঞ্জ প্রতিনিধি :
বেসরকারী টেলিভিশন আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। একদল সন্ত্রাসী গত মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে সাংবাদিক সুবর্ণা নদীকে তাঁর বাসায় এসে কুপিয়ে হত্যা করে। সাংবাদিক সুবর্ণা নদী আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি ছিলেন এবং অনলাইন পোর্টাল জাগ্রত বাংলার প্রকাশক ও সম্পাদক ছিলেন। সাংবাদিককে হত্যার দুদিন অতিবাহিত হলেও হত্যার মূল রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে সাংবাদিক নদীর হত্যার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করছেন সাংবাদিকরা। উত্তাল হয়ে উঠেছে দেশ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকরা বলেন, দীর্ঘদিন যাবৎ সাংবাদিকদের হত্যা, মিথ্যা মামলা, হামলা করে রাজত্ব কায়েম করছে অপরাধীরা। অপরাধীদের অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা অনেক সংবাদকর্মীদের হয়রানিসহ প্রাননাশের হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। পাবনায় আনন্দ টিভির জেলা প্রতিনিধিকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এখনো পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। সাংবাদিকরা আরো বলেন, অপরাধীদের সাথে পুলিশের ভালো সর্ম্পক থাকার কারনে অপরাধীরা বিভিন্ন অপকর্ম করার সাহস পাচ্ছে। এ পর্যন্ত যত সাংবাদিক হত্যার শিকার হয়েছে একটিও বিচার হয়নি। তাই অপরাধীরা দিনদিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। এখনো পর্যন্ত সাগর রুনির হত্যা কোন বিচারের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। সাংবাদিকরা হুশিয়ারী করে বলে সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং কুখ্যাত সন্ত্রাসীদের কঠোর বিচার যদি করার না হয় তাহলে সাংবাদিকরা রাজপথে এসে কঠোর আন্দোলন করবে বলে জানান।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply