,

শ্যামনগরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায়”থানায় মামলা আটক-১


এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সন্ত্রাসী বাহিনীর হামলায় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আসাদুজ্জামান লিটন গুরুতর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।এঘটনায় চন্ডিপুর গ্রামের মৃত আবদুল আজিজ গাজীর ছেলে আসাদুজ্জামান লিটন বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেছে মামলা নাং- ৩০
এজাহার সূত্রে জানা যায়,গত ৫ জানুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাদীর স্ত্রী নাসরিন খাতুন সুমি ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্যা পদে প্রতিদ্বন্দিতা করে। একই পদে গোপালপুর গ্রামের সাধন মন্ডলের পুত্র জয়ন্ত মন্ডলের স্ত্রী প্রতিদ্বন্দিতা করে। ওই সময় জয়ন্ত মন্ডল দেড় লাখ টাকা দেবে বলে বাদীর স্ত্রীকে নির্বাচন হতে প্রত্যাহার করার প্রস্তাব দেয়। এ প্রস্তাবে রাজি না হওয়ায় জয়ন্ত মন্ডল গং লিটনকে বিভিন্ন হুমকি ও হয়রানি করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে।
গত ২২ শেখ মার্চ মঙ্গলবার রাত আনুঃ ৯ টায় লিটন প্রেসক্লাব থেকে বাড়ি যেতে রওনা হয়ে প্রেসক্লাবের সামনে জয়ন্ত মন্ডল ও তার সহযোগীরা বাদীর উপর হামলা করে দা,লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিঠ করে লিটনকে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা ১ লাখ টাকা, ৩৫ হাজার টাকার স্বর্ণের আংটি ছিনতাই করে। এসময় লিটনের চিৎকারে প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম কামরুজ্জামান,এস কে সিরাজ ও মারুফ হোসেন ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা কেটে পড়ে। লিটনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আসামিরা হলেন গোপালপুর গ্রামের সাধন মন্ডলের ছেলে জয়ন্ত মন্ডল (৩০)উজ্জ্বল মন্ডল (২৫) ও রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের সাবেক ইউপি সদস্য এস এম আনারুল এর পুত্র এস এম নেওয়াজ(৪০) সহ আরও ২/৩ জনের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *