,

সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির কর্মকর্তার ঘুষ দাবী, হয়রানির শিকার ডাঃ নাযিম

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড অবস্থিত ডিপিডিসির কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ পাওয়া গেছে। এমন অনৈতিক দাবী না মানায় ডাঃ নাযিমকে বিভিন্ন ভাবে হয়রানি করছে বলে জানা যায়। হিরাঝিল এলাকার বাসিন্দা ডাঃ নাযিম অভিযোগ করে বলেন, গত ৭ মাস আগে তাঁর বাড়ীর জন্য নতুন একটি বিদ্যুৎ সংযোগ আনেন সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি থেকে। বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি অসিফে গিয়ে বিদ্যুৎ এর ডিমান্ড নোট এবং অন্যান্য বিলের প্রিন্ট চাইলে অফিসে কর্মচারী কম্পিউটার অপারেটর সুজন হাওলাদার বিভিন্ন অজুহাত দিয়ে তা আটকে রেখে হয়রানি করে এবং টাকা না দিলে ডিমান্ড নোটসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন। প্রমান হিসেবে ডাঃ নাযিম উদ্দিন গং এর ৭ মাসেও কোন ধরনের বিল হয় না। পরে কয়েকবার অভিযোগকারী সুজন হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি নগদ ২০ হাজার টাকা ঘুষ দাবী করেন বলে জানান ডাঃ নাযিম উদ্দিন। উক্ত বিষয়টি সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির ইঞ্জিনিয়ার বশির আহম্মেদকে অবগত করলে তিনিও নাকি বলেন সুজনের প্রস্তাব মেনে নিন। ডাঃ নাযিম আরো বলেন, সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি ঘুষের স্বর্গরাজ্যে পরিনিত হয়েছে। টাকা ছাড়া কোন ধরনের সেবা পাওয়া যায় না। টাকা না দিতে পারলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। সুজন হাওলাদার এবং ইঞ্জিনিয়ার বশির আহম্মেদ এর বিচার দাবী করেন ভুক্তভোগী ডাঃ নাযিম উদ্দিন। সিদ্ধিরগঞ্জের বিভিন্ন জায়গায় ব্যাটারী চালিত অটোরিক্সা গ্যারেজে এসব অসাধু কর্তকর্তাদের ছত্রছায়ায় চোরাই বিদ্যুৎ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছেন তারা। উক্ত বিষয়ে অভিযুক্তকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা করা সম্ভব হয়নি। ডিপিডিসির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন উক্ত অসাধু ব্যাক্তিদের বিষয়ে তদন্ত করে কঠোর শাস্তির দেওয়ার জন্য অনুরোধ করেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *