,

কতৃপক্ষকে ম্যানেজ করে শ্যামনগরে অবৈধভাবে পাঁকা ঘর নির্মাণ

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কলবাড়ি ব্রীজের পূর্ব পাশে সংশি­ষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে অবৈধভাবে পাঁকা ঘর নির্মাণ করছে।বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের মৃত মানিক গাজির ছেলে শহিদুল ইসলাম। সরেজমিনে গিয়ে দেখা যায়, কলবাড়ি ব্রীজের পূর্ব পাশে ভাঙ্গনকৃত এলাকায় সামাজিক বনায়ন নষ্ট করে আর.সি.সি প্লিয়ার দিয়ে অবৈধভাবে নির্মাণ করছে পাঁকা ঘর।
স্থানীয়রা জানান,কিছুদিন পূর্বে ব্রিজের পূর্ব পাশে ভাঙ্গনের ধস সৃষ্টি হয়েছিল। কর্তৃপক্ষ এ এলাকায় সবুজ বনায়ন করে ভাঙ্গন রোধ করে। কিন্তু রাতের আধারে সবুজ বনায়ন নষ্ট করে হঠাৎ করেই নির্মাণ করা হচ্ছে পাঁকা ঘর। যাহা ভবিষ্যতের জন্য ব্রীজটি হুমকি স্বরূপ। এ বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শাহনাজ পারভীন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি আমাদের লোক পাঠিয়ে জানতে পেরেছি জায়গাটি আমাদের না। আমি আবারো ওখানে লোক পাঠাচ্ছি। কাজ বন্ধ না হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা কামাল হোসেন বলেন, আমি যতটুকু জানতে পেরেছি জায়গাটি কলবাড়ি হাটের জায়গা। সেহেতু জায়গাটি আমাদের বুঝাই। ইতিমধ্যে আমি পাঁকা ঘর ভেঙ্গে কাজ বন্ধ করে দিয়েছিলাম। বর্তমানে ঘরের কাজ হচ্ছে কিনা আমার জানা নেই যদি হয়ে থাকে আমি পুনরায় বন্ধ করব। এলাকাবাসী আরো জানায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার সহযোগিতায় ঘরটি নির্মাণ হচ্ছে। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল্লাহ বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে কাজ বন্ধ করেছিলাম। পুনরায় কাজ হলে ইউনিয়ন(ভূমি) কর্মকর্তা কে ‌ঘর অপসারণের নির্দেশ দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *