যখন থেকে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়,
তখন থেকে আর বুঝতে বাকি নেই-
তুই আমার নিঃশ্বাসে মিশে গেছিস।
যখন আমার হৃৎপিণ্ডের উঠানামা প্রবল হয়,
তখনও আমি বুঝি, তুই আমার শিরা উপশিরায় মিশে আছিস।
যখন কারো ডাকে চমকে উঠি,
তখনও মনে হয় তুই আমায় জড়িয়ে আছিস এক নিবিষ্ট আবেশে।
যখন গভীর ঘুম চোখে তোকে দেখবার আশায়
দুচোখের পাতা একটুও অলস হয় না,
আমি বুঝি তুই শুধু নিঃশ্বাসে আর রক্তে নয়,
তুই আমার চোখের পাতায় ও আছিস।
যখন কারো কথা, কোন কাজে মনোনিবেশ করতে পারিনা,
ঠিক বুঝতে পারি তোরে ছাড়া আর বাঁচা যাবে না।
যখন অপলক নেত্রে তোরে কায়মনে অনুভব করি,
জগতের মায়া তুচ্ছ করে,
জানিস,তখন মনে হয় তুই আমার,একান্ত আমার।
যখন দু’ চোখে একফোঁটা অশ্রু ঝরে,দ্বিতীয় ফোঁটা জল আর ফেলতে দেই না,
কেন জানিস,আমার সবতো তোর
জল ঝরে ঝরে যদি চোখের নিচে কালি পড়ে,
যদি অন্ধ হয়ে যাই, তখন তোরে কি জবাব দিবো?
যখন তোর একটি ফোনকল,একটি এস এম এসের আশায়,সারা রাত বসে থাকি,
আর ভাবি- এই বুঝি তোর ডাক এলো,
আর তুই ডাকলি না,
তখন,,,,,তখন জানিস বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে,,
অজানা আশঙ্কায়, তোরে হারাবার ভয় জেঁকে বসে।
আরে নাহ্,,,, হারাবার ভয় কেন
তুই তো আমারই,,,তুই আমাররর।
যখন তোর পাশে কাউকে দেখি,,জানিস আমার না একটুও কষ্ট হয় না,
আমি তো শুধু তোকে দেখি,শুধু তোকে।
কে তোকে পেলো, কে হারালো,,তাতে আমার কি!
আমি শুধুই তোকে দেখি।
হয়তো তোর আমার মাঝে যোজন যোজন দুরত্ব বিরাজ করে,
হয়ত সাগর তীরে দাঁড়িয়ে ওপারের কুল কিনারা পাওয়া যাবে না কোন দিনও,
তবু জানবি তুই আমার, একান্ত আমার।
তোর মনে আছে বর্ষণ মুখর রাতে,তোরে না জানিয়ে এসেছিলাম দেখতে,
তোরে দেখতে পাবো সে আশা তো করিনি,
যে পথে তোর নিঃশ্বাস পড়ে আছে,
সে পথের ধূলো নিতে।
ও রা বলে আমি নাকি কবি,,আর তুই আমার কবিতা,
তোরে ছাড়া আজকাল আমার কবিতারা ও কাঁদে।
হাত আমার অবশ, সারা শরীর কাঁপে।
জানিস খুব শখ ছিলো ডাকাতিয়ার পাড়ে,তোর হাতে হাত রেখে ঘুরবো,
জানি, এ জীবনে আর হবে না,
তাতে কি,,আমি তোর জন্য অনন্ত কাল অপেক্ষায় থাকতে পারি।
তোরে একটা কথা বলি চুপিচুপি, বল্,,বলবি না কাউকে,
আবার যদি ষোড়শী হতে পারতাম,
আবার যদি অষ্টাদশীর ছোঁয়া লাগতো আমার গাঁয়ে,
তোরে চুরি করে পালিয়ে যেতাম অজানা কোন রাজ্যে।
যেখানে তোরে পারতো না কেউ কেড়ে নিতে।
যদি আবার আসতাম এ ধারায়,তখন সবার আগে তোকে খুঁজে বের করতাম,
তোকে নিয়ে এক জীবন,দুই জীবন,হাজার জীবনের স্বাধ মিটাতাম।
আচ্ছা, তোরে এতো ভালোবাসি কেন রে?
তবে তুই কেন জানলি না একথা,
আচ্ছা তোরে এতো মায়া লাগে কেন রে?
আমি তো তোর কেউ নই
তবু কেন এতো মায়াহহহ।
তবুও তুই আমাররর,একান্তই আমাররর।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply