,

শ্যামনগরে হিন্দু সম্প্রদয়ের ক্রয় কৃত সম্পত্তি জবর দখলের থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে হিন্দু সম্প্রদয়ের শ্রীদাম মন্ডলের ক্রয় কৃত সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে এঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ হয়েছে। উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের মৃত শিবপদ মন্ডলের পুত্র শ্রীদাম মন্ডল ।
এঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেন শ্রীদাম মন্ডল। তিনি অভিযোগে বলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ দাতিনাখালী ইউনিয়নের কলবাড়ী এলাকার মৃত সোহরাব এর পুত্র আলহাজ্ব সফিকুল ইসলাম পরসম্পদলোভী, আইন অমান্যকারী , শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী , অতীর দুর্দান্ত ও দুর্ধর্ষ স্বভাবের ব্যাক্ত। সে সাতক্ষীরা জেলার, থানা- শ্যামনগর মৌজা- দেউলদিয়া , জে.এল.নং- ২১ শ্রীদামতল এস.এ খতিয়ান নং -৪৯ , ডিপি ১৫৭ এস . এ দাগ নং- ১৪০ , হাল দাগ নং- ২৮৩ জমির পরিমান- ০.৬৯ একর জমির মধ্যে নালিশী জমির পরিমান- ০৮ শতক জমি । দখল নেওয়ার অভিযোগ করেন

মোঃ হযরত আলী গাজী ও মোঃ আঃ রহিম গাজী , উভয় পিতা – নুর আলী গাজী , সাঃ দেউলদিয়া , থানা- শ্যামনগর , জেলা- সাতক্ষীরাদের নিকট হইতে পৃথক পৃথক দলিলে খগেন্দ্র নাথ মন্ডলের নিকট হইতে জাল জালিয়াতি দলিলের মাধ্যমে .০৮ শতক জমি ক্রয় করে । কিন্তু খগেন্দ্র নাথ মণ্ডলের উক্ত স্থানে কোন জায়গা জমি নাই । ভুয়া দলিলের মাধ্যমে জমি ক্রয় করার পর আমার জমির উপর হস্তক্ষেপ করিয়া জোর দখলের চেষ্টা করিতেছে । আমি একজন হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সরল সোজা ব্যক্তি বিধায় আমার সরলতার সুযোগ নিয়ে ভিটা বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য সীমাহীন অন্যায় অত্যাচার নির্যাতন শুরু করিয়া দিয়াছে । বিবাদী সহ তাহার লোকজন আমাকে সহ আমার পরিবারের সদস্যদের যখন তখন অশ্লীল ভাষায় গালিগালাজ মারধর করিতে উদ্যত হয় । ইতিপূর্বে আমার স্ত্রীকে মারধর করে মারাত্মক ভাবে আহত করে । বিবাদী প্রভাবশালী এবং জামায়াতের নেতা হওয়ায় আমি তার বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে পারি নাই । এঘটনায় সাতক্ষীরা-৪ জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে আরও বলেন বিবাদী সহ তাহার লোকজন বলে যে , আমি যদি ভিটা বাড়ী ছাড়িয়া না দেই তাহলে আমাকে মারপিট ও খুনজখম করিবে , অন্যায় অত্যাচার করিয়া ভারতে পাঠিয়ে দিবে ইত্যাদি বিভিন্ন ধরনের অপরাধ জনক হুমকি ধামকি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *