,

শ্যামনগরে কারিতাস এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস-২০২২ পালন

শ্যামনগর প্রতিনিধিঃ ১০ই ডিসেম্বর ২০২২খ্রি: তারিখ সকাল ১০ ঘটিকায় কারিতাস খুলনা অঞ্চলের অধীনে শ্যামনগর উপজেলায় বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (CIMMS) প্রকল্পের উদ্যোগে মুন্সিগঞ্জ, রমজাননগর ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পর্যায়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০০২২ পালিত হয়। দিবসটি উপলক্ষে দিন ব্যপি র্যা লি ও আলোচনা সভার আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানের র্যা লি গুলি প্রত্যেক ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সন্নিকটবির্তি বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ হল রুমে ফিরে আসেন এবং পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করেন ৷ এ সমস্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর গন এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা গন। প্রকল্পের পক্ষ থেকে (CIMMS) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এন্ড্রিকো মন্ডল, দিবসের তাৎপর্য় ও দিবসটি পালনের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বক্তা গন দিবসটির পক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। ইউনিয়ন পর্যায়ে UDW গন ( মো: শরিফুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন, মি: সুজন সেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন এবং মিস নেল্লা সরকার, মুন্সিগঞ্জ ইউনিয়ন ) সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন এছাড়াও বক্তব্য রাখেন কারিতাস শ্যামনগরের C.M.L.R.P প্রকল্পের হরিদাস মন্ডল, সাগরীকা শিং সহ প্রমূখরা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *