,

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দুর্লভ রায়, দিনাজপুর প্রতিনিধি“রেজা-নুরের সালাম নিন- গণ অধিকার পরিষদে যোগ দিন” – “জনতার অধিকার- আমাদের অঙ্গিকার” -এই শ্লোগান মুখরিত পরিবেশে শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুর সদরসহ ১৩ উপজেলার নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।
গন অধিকার পরিশোধ দিনাজপুর জেলা শাখার আহবায়ক মির্জা ওবায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বুলবুল আহম্মেদ। আরোও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক মোঃ গোলাম আযম, যুগ্ম সদস্য সচিব মোঃ আবু হানিফ, সদর উপজেলা কমিটির সহ-সচিব আবু রায়হান হিপ্পু, সদর আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোঃ বেলাল হোসেন, যুব অধিকার পরিষদের সাবেক আহবায়ক আজিম আহম্মেদ সঞ্চয়, যুব সদর আহবায়ক মোঃ ইয়াকুব আলী, মোঃ খায়রুজ্জামান রানা ও গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক সরকার। বক্তারা বলেন, দেশে বিদ্যুৎ গ্যাসের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে সাধারণ খেটে খাওয়া মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির কারণে দিশেহারা। বিদ্যুৎ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অবিলম্বে না কমলে গণ অধিকার পরিষদ সারাদেশে সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলনের কর্মসূচী নিয়ে রাজপথে নামবে। আসুন আমরা সবাই মিলে বলি, জনতার অধিকার আমাদের অঙ্গিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *