দুর্লভ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিছুর রহমান বলেছেন, বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের বিশাল ভূমিকা রয়েছে। বাল্য বিবাহ বন্ধ করতে শুধু আইন দিয়ে নয়, চাই সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন। সাধারণ মানুষকে বাল্য বিবাহর কুফল জানাতে সাংবাদিকদের কাজ করে যেতে হবে।
১৩ ফেব্রুয়ারী সোমাবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশ বাল্য বিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের আওতায় বাল্য বিবাহ নিরোধ কল্পে জাতীয় কর্ম পরিকল্পনা ২০১৮-২০৩০ অর্জনে, বাল্য বিবাহ নিরোধ আইন- ২০১৭, বাল্য বিবাহ বিধিমালা-২০১৮, জেন্ডার সমতা, শিশু অধিকার এবং শিশু সুরক্ষা বিষয় মিডিয়া পার্সনদের অংশগ্রহনে ওরিয়েন্টেশনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর এর উপ-পরিচালক মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ, রংপুর এর ডিভিশনাল ম্যানেজার (সিইএমবি প্রজেক্ট) মেজবাহুন নাহার। প্রজেক্টরের মাধ্যমে বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন আরডিআরএস’র বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী ঝর্ণা বেগম। অনুষ্ঠানে উপস্থিত প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন ধরনের সুপারিশ প্রদান করলে তা প্রশাসনিক ভাবে গৃহিত হয়। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে এবং জনগনকে লেখনির মাধ্যমে সচেতন করার অঙ্গিকার করেন উপস্থিত সাংবাদিকরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply