উৎপল ঘোষ;যশোরের বাঘারপাড়ায় শিরিনা খাতুন নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি দুই সন্তানের জননী। নিহত শিরিনা খাতুন বাঘারপাড়া উপজেলার হাগড়া গ্রামের কেফায়েততুল্লা সাগরের স্ত্রী। এবং মাগুরার শিমুলিয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী সাগরসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, ১১ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে কুলসুম (৯) ও নাঈম (৭) দুটি সন্তান আসে।
নিহতর সন্তান নাঈম জানায়, বাড়িতে তেল-ঝাল নিয়ে মা-বাবার সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে ঘাতক স্বামী সাগর কাঠ দিয়ে শিরিনা খাতুনকে বেধড়ক মারপিট করে। এতে করে শিরিনা খাতুন মারা যায়।আজ খবর পেয়ে শিরিনার বাবার বাড়ির লোকজন এসে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বিকালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা হয়েছে। ঘাতক স্বামী সাগর, তার বাবা-মা, দুই ভাইকে গ্রেফতার করা হয়ে
Design & Developed BY- zahidit.com
Leave a Reply