দুর্লভ রায়, দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুর জেলার চিরিরবন্দর সদর উপজেলার সীমান্তবর্তী কাউগাঁ জোৎস্নাগঞ্জ নামক স্থানে আত্রাই ,গর্ভেশ্বরী ও ছোট যমুনা নদীর মিলন স্থলে বারণী মেলার আয়োজন করা হয়েছে।মেলার দিন জায়গাটি সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের তীর্থস্থান সরূপ। মেলা উপলক্ষে বারণী স্নান ও পূর্ব পুরুষদের উদ্দেশ্যে পিন্ডদানের ব্যবস্থা করা হয়।
প্রতিবছর ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মেলঅর আয়োজন করা হয়ে থাকে ।মেলাটি দিনাজপুরের গ্রমীণ উৎসবের ঐতিহ্য বহন করে। দিনাজপুর জেলার মৃত ব্যক্তির সৎকারের অন্যতম স্থান এটি।
কমিটি সূত্রে জানা যায় নদীর দুই তীরে মেলাটি প্রায় তিনদিন ব্যাপী চলবে । মেলার দ্বিীতীয় দিনে নদীর পূর্ব থীরে সারাদিন কবি গানের আয়োজন করা হযেছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply