,

ফুডকার্ট মালিকদের সাথে ফারমার্স হাব মালিকদের মার্কেট লিংকেজ বিষয় ওরিয়েন্টেশন

দুর্লভ রায়,দিনাজপুর প্রতিনিধিঃ ১১ এপ্রিল মঙ্গলবার বালুবাড়ি এমবিএসকে’র হলরুমে দিনব্যাপী ফুডকার্ট মালিকদের সাথে ফারমার্স হাব মালিকদের মার্কেট লিংকেজ বিষয় দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও সিনজেন্টা ফাউন্ডেশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং নিউট্রেশন ইন সিটি ইকো সিস্টেম (নাইস) প্রকল্পের সহযোগিতায় লিংকেজ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সার্বিক বিষয় তুলে বক্তব্য রাখেন সেনজেন্টা ফাউন্ডেশন বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নাসির উদ্দীন এবং ইএসডিও নাইস প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জী। ওরিয়েন্টেশনে আয়োজকরা জানায়, নিরাপদ সবজি পেতে হলে অবশ্যই মনে রাখতে হবে কৃষকরা যাতে সবজির সঠিক দাম পায়, উৎপাদন কমে না যায় এবং খদ্দেররা সঠিক নিরাপদ খাদ্য পেতে পারে। কীটনাশক ঔষধ ফসলে দেওয়ার কতদিন পর ফসল তুলে বাজারে আনতে হবে। সেটার সমন্ধে অনুষ্ঠানে জানানো হয়। মনে রাখতে হবে সারের মাত্রা পরিমানে যা লাগবে তার চেয়ে কম দিতে হবে। জৈব সার বেশী ব্যবহার করতে হবে। বাজারজাত করতে প্রতিটি সবজির ক্রেডে ও বস্তায় লিখা থাকবে ‘নিরাপদ সবজি’। মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন ফারমার হাব মালিক বিউটি রানী, ফুড কার্ট মালিক রুখশানা বেগম, এমদাদুল হক, মমিনুল ইসলাম, মোঃ খলিল, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, হোসেন আলী সাগর প্রমুখ। উক্ত ওরিয়েন্টেশনে ফুডকার্ট মালিক, ফারমার্স হাব ৩০ জন মালিক অংশগ্রহন করে। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রজেক্ট অফিসার মোঃ ইসমাইল হোসনে, আব্দুল্লাহ-হিল-বারী, একাউন্টস্ অফিসার হোসেন আলী ও ইয়োং প্রফেসনাল (এগ্রিকালচার) আবু হানিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *