দুর্লভ রায়,দিনাজপুর প্রতিনিধিঃ বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে সামনে রেখে হতদরিদ্র অসহায় রোজাদারদের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ করা হয়।
১৩ এপ্রিল বৃহস্পতিবার ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট গাইনী চিকিৎসক ডাঃ মমতাজ বেগম পলি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন শাহ্ মোহাম্মদ শরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিশু চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ এস.এম ওয়ারেস আলী সরকার ও সাবেক সিভিল সার্জণ ডাঃ আব্দুল করিম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ। শুভেচ্ছা বক্তব্য রাখেন খাদ্য বিতরণ উপ-কমিটির আহবায়ক মোঃ মমিনুর রহমান বাপ্পি। বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান সবুজ। সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ বুলু, কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিক, সদস্য মোঃ জাকির হোসেন, শ্রী জগদিশ চন্দ্র রায়, শফিকুল ইসলাম শিকদার, ভবতোষ দেব শর্মা, তোফায়েল আহম্মেদ, আবু বক্কর সিদ্দিকসহ অনেকে। প্রধান অতিথি ডেপুটি সিভিল সার্জন শাহ্ মোহাম্মদ শরিফ বলেন, সারাবিশে^ যখন মন্দা পরিবেশ বিরাজ করছে ঠিক তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, গরিব মানুষের কথা চিন্তা করে ব্যাপক ব্যায় ইফতারির অনুষ্ঠান বন্ধ করে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের যে নির্দেশনা দিয়েছেন তা মেনে আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সামনে পবিত্র ঈদ-উল-ফিতর উৎসব। গরিব-ধনী সবার মুখে হাসি ফুটাতে সংগঠনের এই সামান্য আয়োজন করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply