,

পিসক্লাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে পিসক্লাবের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ‘উগ্রপন্থা প্রতিরোধে কার্যকর জনসম্পৃক্ততা প্রকল্পে’র আওতায় এ সভা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করা হয়। শ্যামনগর উপজেলার ৬ টি ইউনিয়নের ৩৩ জন পিসক্লাব সদস্য সভায় অংশগ্রহন করেন। সভায় পিসক্লাব সদস্য পলাশ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন খালেদা আইয়ূব ডলি। উল্লেখ্য শ্যামনগর উপজেলায় পিসক্লাব ২০১৯ সাল থেকে কার্যক্রম বাস্তবায়ন করছে। পিসক্লাবের প্রশিক্ষিত সদস্যরা এলাকায় যুবকদের উগ্রপন্থা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে জনসচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়ন করছে। অতিথিরা পিসক্লাবের কার্যক্রমগুলোতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তর কর্মী মো: আব্দুল হান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *