,

আসন্ন দুর্যোগ “মোখা”র সার্বিক পরিস্থিতিতে ফায়ার সার্ভিস এর প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন ঘুর্ণিঝড় ” মোখা” র সার্বিক বিষয়ে প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল ১০ টায় কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চত্ত্বরে স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আকবর এর পরিচালনায় এসময় ওয়াটার রেসকিউ টিম, সার্স টিম ও ফাস্ট এইড টিম গঠন এবং তাদের দায়িত্ব অর্পন করা হয়। স্টেশনের চৌকস ফায়ার ফাইটার শেখ জাকির হোসেনের সঞ্চালনায় উক্ত মহড়ায় ফায়ার স্টেসনের কর্মী কর্মকর্তাসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, আসন্ন প্রলয়ংকারী ঘূর্ণিঝড় মোখার পূর্ব প্রস্তুতির হিসেবে কালিগঞ্জ (সাতক্ষীরা) ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃক স্হানীয় মানুষদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। উক্ত স্বেচ্ছাসেবক টিম প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের সাথে ঘূর্ণিঝড় মোখায় উদ্ধার কাজে অংশ গ্রহণ করবে। তাই আতঙ্কিত না হয়ে শিশু,বৃদ্ধ ও অসুস্থ মানুষদের নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন। আপদকালীন সময়ে প্রয়োজনে ফায়ার সার্ভিসকে সংবাদ দিন।সদা সর্বদা ফায়ার সার্ভিস কালিগঞ্জ অতন্ত্র প্রহরীর ন্যায় আপনার পাশে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *