,

আমরা শ্যামনগর বাসীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মেহেদী হাসান মারুফ,শ্যামনগর থেকেঃমুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আমরা শ্যামনগর বাসীর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই জানুয়ারি বিকাল ৪ টায় একটি শোভাযাত্রা মাইক্রো স্ট্যান্ড থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু ভাই । উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শুশান্ত বিশ্বাস বাবুল পরিচালনা উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য এস এম রাজন হায়দার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার-আল মেহেদী লিটন, যুগ্ন- সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবির, কাশিমাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের নেতা কর্মীরা ও বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *