,

কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্টাতার ৪০ তম মৃত্যু বার্ষিকী পালিত

এস কে আলীম,কপিলমুনি খুলনাঃদক্ষিন খুলনার নারী শিক্ষার আলোকবর্তীকা ”কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়”এর প্রতিষ্টাতা শেখ আমজাদুর রহমানের ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় উক্ত বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।স্কুলের প্রধান শিক্ষিকা ও প্রতিষ্টাতার দৌহিত্রী রহিমা আখতার শম্পার সভা পতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কপিলমুনির প্রবীন ব্যক্তিত্ব সমাজ সেবক আলহাজ্ব এরফান আলী মোড়ল।বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ গ্রহন করেন বীর জায়া আফসা সালাম,কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি জি এম আসলাম হোসেন,মাওঃ আবুল হোসেন,মাওঃ আবু মুসা,সাংবাদিক এস কে আলীম,শেখ সামসুর রহমান।উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সদস্য আতিয়ার রহমান,সাবেক অভিভাবক কমিটির সদস্য নাজিম উদ্দিন ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিনিয়া আখতার সেতু,সাবেকুন নাহার হাওয়া ও হিয়া রায়।কবিতা পাঠ করেন ফারজানা ইয়াসমিন তৌফা। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওঃ আবুল হোসেন।মিলাদ মাহফিল শেষে তাবারক বিতারণ করা হয়।সমগ্র অনুষ্টান পরিচালনা করেন উক্ত স্কুলের ধর্মীও শিক্ষক মাওঃ জালাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *