,

কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোকদিবস পালন

হাফিজুর রহমান শিমুলঃ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে কালিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু`র ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, কালিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন। সোমবার সকাল ৯ টা থেকে বঙ্গবন্ধু`র ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা শুরু করে। বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামীলীগের বর্ণাঢ্য র্যালি সহকারে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল আহসান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ। বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবুসহ পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর নেতৃত্বে কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হাকিমের নেতৃত্বে মুক্তিযোদ্ধাবৃন্দ, ইসলামীক ফাউন্ডেশনের উপজেলা শাখার আয়োজনে কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা আ’লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১২ টায় উপজেলা প্রশানের আযোজনে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে পুরুস্কার বিতরণ, যুবঋন বিতরণ ও আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সেক্রেটারী ও কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য এসএম গোলাম ফারুক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *