,

গুমের শিকার পারভেজের কন্যার বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান

অনলাইন ডেস্কঃগুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কিশোরী কন্যা বাবাকে দেখে না অনেক বছর। তার ছোটভাই বাবার মুখটি দেখতেও পায়নি। এখন তার একটাই প্রশ্ন- ‘আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না?’

এমন প্রশ্নে থমকে যায় পুরো অনুষ্ঠানস্থল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সে প্রশ্নে থমকে যান, পারেননি চোখের জল আটকে রাখতে। পারভেজের কন্যার বক্তব্য শুনে বার বার চোখের জল মুছেন তিনি।

মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের সম্মানে বিএনপি আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবাকে জড়িয়ে ধরতে কিশোরী কন্যার আকুতি শুনে এ সময় কেঁদে ফেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *