,

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত

শাহাদাত হোসেনঃ নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষে র‌্যালী ও মানব বন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০ টায় দক্ষিণ শ্রীপুর বাজারে র‌্যালী ও মানব বন্ধনে সাধারণ মানুষ,স্বেচ্ছাসেবক, ইউনিয়ন পরিষদের সদস্য,নবযাত্রা প্রকল্প প্রতিনিধি অংশগ্রহণ করেন.আলোচনা সভা, বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের এএসএসও আব্দুল খালেক,ডি আর আর ফেসিলিটেটর অজয় কুমার সেন প্রমুখ।

এই সময় বক্তারা বলেন এই দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে নারীর প্রতি সহিংসতা রোধ করা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিরোধ পক্ষ উদযাপনে নানা কর্মসূচি নেয়।এ বছরও এ উপলক্ষে মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা নারী নির্যাতন বন্ধ ও সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *