,

জাতীয় নির্বাচনকে ঘিরে নৌকার মিছিলে উত্তাল সিদ্ধিরগঞ্জ

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে নির্বাচনের ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা আনন্দ মিছিল করেছেন। গতকাল সোমবার আনুমানিক বিকাল ৪ টা ১৫ মিনিটে বিভিন্ন স্থানে আনন্দ মিছিলে হাজার হাজার নারী-পুরুষ এবং তরুনদের বেশি দেখা যায়। সিদ্ধিরগঞ্জ নাসিক ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র-০২ মতিউর রহমান মতির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহন করেন। মতিউর রহমান মতির মিছিলটি এসও এলাকা হয়ে গোদনাইল, সিমুলপাড়া, আদমজী এসে আবার এসও এলাকায় শেষ হয়। মতিউর রহমান মতিকে সুমিল পাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের নেতৃত্বে প্রায় তের থেকে চৌদ্দশত নেতাকর্মীর আনন্দ মিছিলটি মন্ডল পাড়া হয়ে গোদনাইল, সফুরা খাতুন হাইস্কুল দিয়ে আদমজী রেল লাইন এসে এসও সিরাজ মন্ডলের অফিসের সামনে শেষ হয়। সফুরা খাতুন হাইস্কুল ভোট কেন্দ্রের দায়িত্ব পান সিরাজুল ইসলাম। নাসিক ১ নং ওয়ার্ডে রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারীর নেতৃত্বে আনন্দ মিছিল করেন কয়েক হাজার নেতাকর্মী। সামাদ বেপারীকে রেকমত আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। একই এলাকার আওয়ামীলীগ নেতা ও আল-জাজিরা লাইমসের মালিক আনোয়ার ইসলাম এর নেতৃত্বে সিআই খোলা মা-আমেনা মেমোরিয়াল স্কুলের সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মী আনন্দ মিছিলে যোগদান করেন। আনোয়ার ইসলামকে মা-আমেনা মেমোরিয়াল স্কুল ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। নাসিক ৪ নং ওয়ার্ডে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম। যুবলীগ নেতা নজরুল ইসলামকে শিমরাইল দারুননাজাত মহিলা মাদ্রাসা ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নাসিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল দুই হাজারের মত নেতাকর্মী নিয়ে ৩ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেন। কাউন্সিলর শাহজালাল বাদল আকবর আলী স্কুল এবং বদরুন্নেছা স্কুল ভোট কেন্দ্রের দায়িত্ব পান। আনন্দ মিছিলে পুরো সিদ্ধিরগঞ্জ এলাকা মুখোরিত হয়ে উঠে। সাধারন জনগনের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *