,

ডিআরআরএ এর আয়োজনে স্কুলের ঝুঁকি নিরূপণ পূর্বক নিরাপত্তা ও আপদকালীন পরিকল্পনা প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ

জি এম নূরুন্নবী হাসানঃসিবিএম এর অর্থায়নে এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়নাধীন সিসিডিআইডিআরএম প্রকল্পের আওতায় আটুলিয়া ইউনিয়নের স্কুল ভিত্তিক একীভূত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি আছে এমন পাঁচটি স্কুলের প্রধান শিক্ষক, এস, এম, সি সদস্য ও স্টুডেন্ট কাউন্সিল সদস্য নিয়ে দুইদিনব্যাপী স্কুলের ঝুঁকি নিরূপণ পূর্বক নিরাপত্তা ও আপদকালীন পরিকল্পনা প্রস্তুতকরণ বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিকক্ষণ উদ্বোধন করেন, সায়েলাতুল হক, প্রকল্প সমন্বয়কারী, সিসিডিআইডিআরএম প্রকল্প শ্যামনর, সাতক্ষীরা। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সক্রিয় অংশগ্রহনে স্থানীয় আপদ ও ঝুঁকি সমূহ চিহ্নিত করন পূর্বক স্কুলের আপদ ও ঝুঁকির মানচিত্র অংকন সহ একটি একীভূত আপদকালীন পরিকল্পনা প্রস্তুত করা হয়। সমগ্র প্রশিক্ষণটি পরিচালনা করেন জনাব অসিত দেবনাথ, ডাটা এবং ডকুমেন্টেশন অফিসার, সিসিডিআইডিআরএম প্রকল্প। সেখানে প্রকল্প থেকে আরো উপস্থিত ছিলেন এ্যডভোকেসি এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জনাব মো: আলমগীর হোসেন, ফিল্ড কো-অর্ডিনেটর জি.এম. নূরুন্নবী হাসান, সহকারী মৃনাল কান্তি মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *