,

পটিয়ায় নৌকার প্রার্থী মোতাহারুল ইসলামস ১০ প্রার্থীর উৎসবমূখর পরিবেশে মনোনয়ন দাখিল 

সেলিম চৌধুরী,পটিয়া (চট্টগ্রাম)দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র পদের ১০ জন প্রার্থী।  মনোনয়ন জমা দানের শেষ দিনে বৃহস্পতিবার পটিয়া উপজেলা ও চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথক পৃথক ভাবে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। এর মধ্যে আওয়ামীলীগ থেকে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি, জাতীয় পার্টি থেকে মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট থেকে এম এ মতিন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে এম ইয়াকুব আলী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, তৃণমুল বিএনপি থেকে বাজিব চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস থেকে সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদীন জিহাদী এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ মিয়া, গোলাম কিবরিয়া চৌধুরী তাদের স্ব স্ব মনোনয়ন ফরম দাখিল করেন।  

বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি আইয়ুব আলী, মোহাম্মদ নাছির, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, জুলকারনাইন চৌধুরী জীবন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সহ সভাপতি মোহাম্মদ ছৈয়দ, আবদুল খালেক, জেলা যুবলীগের অর্থ সম্পাদক হাবিবুল হক চৌধুরী, মেজর জেনারেল অবঃ আলাউদ্দিন এম এ ওয়াদুদ, সত্যজিৎ দাশ রুপু, জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী প্রমুখ। 

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন জমা দেন হুইপ সামশুল হক চৌধুরী। এসময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহমদ নবী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, জেলা আ.লীগ নেতা বিজন চক্রবর্তী, আবু সালেহ চৌধুরী, উপজেলা আ.লীগের সহ সভাপতি মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, মাহবুবুল হক চৌধুরী।

জাতীয় পার্টির প্রার্থী নুরুচ্ছফা সরকার এর মনোনয়ন পএ  দাখিলের সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আব্দুস ছাত্তার রনি, পটিয়া উপজেলার জাপার আহবায়ক  ফরিদ আহমদ চৌধুরী, উপজেলা যুগ্ন আহবায়ক নুর ইসলাম বাঙালি, সদস্য সচিব এম এ হান্নান চৌধুরী, পৌরসভার সভাপতি আব্দুর রহমান বদি, সাধারণ সম্পাদক এটি এম শাহাদাত ইসলাম, জাতীয় যুব সংহতি  উপজেলার সভাপতি ইমরান হোসেন মুন্না।  

ইসলামী ফ্রন্ট প্রার্থী এম এ মতিনের মোমবাতির  মনোনয়ন ফরম দাখিলের সময় উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এস এম সোলাইমান ফরিদ, কেন্দ্রিয় উপ প্রচার কমিটির সদস্য মৌলানা এনাম রেজা, মজলিসে শুরা সদস্য মৌলানা গাজী মঞ্জুরুল করিম রেফায়ী, ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সভাপতি পীরজাদা ইয়ার মোহাম্মদ পেয়ারু, ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি মাষ্টার জামাল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *