মানিকগঞ্জ সংবাদদাতাঃ মানিকগঞ্জের পাটুরিয়া সকাল ১০ টার দিকে ৫ নং ফেরিঘাটে রো রো ফেরি আমানত শাহর অংশবিশেষ ডুবে গেছে। বুধবার(২৭ অক্টোবর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পাটুরিয়ায় ৫নং ফেরিঘাট নৌঙর করে দুই-থেকে তিনটি যানবাহন নামার পরেই ফেরির একাংশ ডুবে যায়। ফলে ফেরিতে থাকা ট্রাক ও মোটরসইকেল নদীতে পড়ে যায়। ফেরিতে ১৭টি যানবাহন ছিল।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, শিবালয় ইউএনও জেসমিন সুলতানা, ওসি মো.ফিরোজ কবিরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ঘটনা স্থলে রয়েছেন।
উদ্ধারকারী জাহাজ হামজা ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের উদ্ধার কাজ চলছে। নদীতে পড়া কিছু যানবাহন ভেসে গেছে বাকীগুলো তলিয়ে গেছে বলে অনেকই মনে করেন। এ পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফেরি অংশবিশেষে ডুবে যাওয়ার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply