,

প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ শুরু

ডেস্ক রিপোর্ট:জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় সমাবেশটি শুরু হয়। রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদসহ সকল হত্যার বিচার ও ভিন্নমত, সমালোচনা, গণমাধ্যম দমনের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশের সভাপতিত্ব করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অতিথি হিসাবে উপস্থিত আছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নাগরিক ঐকের আহাব্কয় মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জোনায়েদ সাকি, সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরো অনেকে। সমাবেশে অংশ নিয়েছেন, সাধারণ ছাত্র অধিকার পরিষদসহ বামপন্থি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
প্রেসক্লাবের সামনে থেকে কিছুক্ষনের মধ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা শুরু হবে। সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমান সদস্যরা উপস্থিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *