ফেনী প্রতিনিধি :
ফেনীতে অস্ত্র ও মাদকসহ ৬ মামলার পলাতক আসামী মো. ইয়াছিন প্রকাশ বোমা মানিককে রোববার ভোরে পাঠানবাড়ী সড়কের কনকর্ড ভবন থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ এর একটি দল পাঠানবাড়ী সড়কের কনকর্ড ভবনের ৪র্থ তলায় বোমা মানিকের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় মানিক পুলিশকে দেখে আতংকিত হয়ে তার হাত থাকা কালো পলিথিনে মোড়ানো পোটলা ফ্লোরে পড়ে যায়। পলিথিনের ভেতর পাঁচটি নীল প্যাকেটে ৮শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মানিকের কোমরে তল্লাশী করে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ১৭ হাজার ৫শ টাকা। এঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। মো. ইয়াছিন প্রকাশ মো. মানিক ওরফে বোমা মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রামের হাফেজ বাড়ির মাহবুবুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে ফেনী মডেল থানায় ৬টি মামলা রয়েছে।
ফেনীস্থ গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ হারুন অর রশিদ অস্ত্র ও মাদকসহ বোমা মানিককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply