,

ফেনী মেধাবী শিক্ষার্থীদের পাশে ব্লাড ডোনেশন বাংলাদেশ

ফেনী জেলার প্রতিনিধিঃ বাংলাদেশের ৬৪ জেলায় সু পরিচিতি ব্লাড ডোনেশন বাংলাদেশ বর্তমানে নিয়মিত ব্লাড ম্যানেজ করে। আবার এ সংগঠন গরীব দুঃখী মানুষের পাশে থাকে।
চলমান অনন্য সংগঠন থেকে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন। এ সংগঠন ২৪ ঘন্টা নিয়মিত ব্লাড ম্যানেজ ও গরীব ও পথ শিশুদের পাশে থাকে।

চলমান
ব্লাড ডোনেশন বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা সম্মানিত মোঃ বেলাল হোসনে
অর্থায়নে মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা চলমান রাখার জন্য শিক্ষা উপকরণ উপহার দেন।
দাখিল ৯ম/১০ম শ্রেণির গাইড।

বর্তমানে – ব্লাড ডোনেশন বাংলাদেশ সংগঠনের এডমিন সম্মানিত মোঃ আবদুল্লাহ আল রাফি কায়সার সাথে কথা বলে জানা যায়, মেধাবী দের পাশে থাকবে ব্লাড ডোনেশন বাংলাদেশ পরিবার সবসময় থাকবে।

বর্তমানের মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ার কারনে
ব্লাড ডোনেশন বাংলাদেশ সংগঠনের এডমিন দায়িত্বে মোঃ আবদুল্লাহ আল রাফি কায়সার মাক্স বিতরণ করার উর্ধেক নেওয়ার কথা বলেছেন।

এখন কিছুদিন এর মধ্যেই ৪৩ জেলায় মাক্স বিতরণ করার জন্য কাল রাতে ব্লাড ডোনেশন বাংলাদেশ সদস্য বৃন্দ ও সেচ্ছাসেবীরা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ এ মিটিং করেন।মিটিং চলা কালিন মোঃ বেলাল হোসেন বলেন এখন কিছুদিনের মধ্যেই ফেনী জেলা মধ্যে মোঃ বেলাল হোসনে,মোঃ আবদুল্লাহ আল রাফি কায়সার, জাবেদ, সহ ইত্যা সদস্য বৃন্দ মিলে মাক্স বিতরণ করবে ফেনী টাংরোড মধ্যে সকল শ্রেণির মানুষের মধ্যে মাক্স বিতরণ করবেন। তিনি আরো বলেন আমরা প্রতিদিন ব্লাড ম্যানেজ করবো।
আবার ব্লাড ম্যানেজ করার পাশা পাশি গরীব দুখীর মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ,, আবার সবাই মিলে বর্তমানে পথে শিশুদের পাশে থাকার জন্য আহবান জানান তিনি আরো বলেন যে বর্তমানে শীতের মৌসুম এ মৌসুমে পথ শিশুরা
অনেক কষ্ট করবেন। তাদের গরম কাপড় নেই সবাই মিলে যদি আমরা একটু সহযোগিতা করি তাদের মাঝে শীতের মৌসুমে গরম কাপড় বিতরন করতে পারবো ইনশাআল্লাহ
সবাই সব ব্লাড ডোনেশন বাংলাদেশ সামাজিক সংগঠনের পাশে থাকবেন
সবার সহযোগিতা করবেন। সবাইকে মিলেমিশে ব্লাড ডোনেশন বাংলাদেশ
এ সামাজিক সংগঠন টির সেচ্ছায় কাজ করার জন্য আহবান জানান তিনি শতভাগ চেষ্টা করবেন সবার পাশে থাকার জন্য আর সবাই এ সংগঠনে পাশে থাকার জন্য এ বক্তব্য দিয়ে তার বক্তব্য শেষ করেন।

তারপরে ঐ মিটিং এর সময় মোঃ আবদুল্লাহ আল রাফি কায়সার তিনি আরো বলেন বর্তমানে ১৩নং ফরহাদ নগর ইউনিয়নে মানুষ ১০০% এর মধ্যে ৯০% মানুষের মুখে কোনো মাক্স নেই। এখন ১৩নং ফরহাদ নগর ইউনিয়ন মানুষের মুখে মাক্স না থাকার কারনে অসচেতন থাকার কারনে কিছুদিনের মধ্যেই মাক্স বিতরণ করবেন সকল শ্রেণির মানুষের মধ্যে। তাহার সাথে কথা বলে আরো জানা যায় তিনি
ব্লাড ডোনেশন বাংলাদেশ এ সামাজিক সংগঠনের সাথে সারাজীবন সেচ্ছায় কাজ করে যেতে চায়। তিনি আরো বলেন ব্লাড ডোনেশন বাংলাদেশ সংগঠন টি হচ্ছে একটা সামাজিক সংগঠন, এ সংগঠনে সকল সেচ্ছাসেবী প্রতিদিন ও দিনের পর দিন, নিয়মিত ব্লাড ম্যানেজ করে দিচ্ছে। আবার গরীব মানুষের পাশে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরো চেষ্টা চালাচ্ছে সকল গরীব দুখী মানুষে পাশে থাকার জন্য,তিনি সকলের কাছে দোয়া চেয়েন,তিনি বলেন যতদিন মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন তিনি ব্লাড ডোনেশন বাংলাদেশ এ সামাজিক সংগঠনের পাশে থাকবে ইনশাআল্লাহ, আবার পথ শিশুদের পাশে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার গরীব দুখীর মানুষের পাশে থেকে হেল্প করার জন্য চেষ্টা করতেছেন। তিনি আরো বলেন বর্তমানে তাহার চাকরী না থাকার কারনে তিনি কাউকে হেল্প করতে পারছেন না তার চাকরী হলে তিনি ফেনী জেলার মধ্যেই সকল মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সবাই মিলেমিশে সেচ্ছায় সকলকে কাজ করার জন্য আহবান জানান কোনো সমস্যা হলে তাকে সরাসরি যোগাযোগ করার জন্য অনুমতি দেন মিটিং এর সময় এ বক্তব্য দিয়ে তার কথা শেষ করে।

আজ রাত ১০টা বাজে ব্লাড ডোনেশন বাংলাদেশ সংগঠনের পার্সোনাল
মেসেঞ্জার গ্রুপ এ জরুরি মিটিং করা হয়। তখন উপস্থিত ছিলেন ব্লাড ডোনেশান বাংলাদেশ সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দ মোঃ বেলাল হোসেন, মোঃ আজিজ,
মোঃ ইসাত, মোঃ আবদুল্লাহ আল রাফি কায়সার। মিটিং করার সময় চট্টগ্রামের কক্সবাজারের সবার সু পরিচিতি সব সময় কক্সবাজারে ব্লাড ম্যানেজ করে দেয়
সম্মানিত মোঃ ইসাত বলেন, বর্তমানে কক্সবাজার পরিস্থিতি ভয়াবহ, কোনো মানুষের মুখে মাক্স দেখা যাচ্ছে না। দিনের পর দিন মানুষ এখানে ঘুরতে আসে কিন্তু কারো মুখে মাক্স নেই। মাক্স এর জন্য কাউকে বললে তারা সরাসরি অপমানিত হয়। আসলে তার কোনো স্বার্থ নেই ইসাত ছেলেটি একজন উদার মনের মানুষ সে কখনো নিজের স্বার্থ
হিসেবে করে না। মোঃ ইসাত সেচ্ছায় যেমন ব্লাড দান করে। আবার সবাইকে ব্লাড ম্যানেজ করে দেয়। আজ রাতে মিটিং এ মোঃ ইসাত বলেন কাল ২৮/১১/২০২০ইং তারিখ সকালে কক্সবাজারে মোঃ ইসাত সহ ব্লাড ডোনেশান বাংলাদেশ সামাজিক সংগঠনের সদস্য বৃন্দ সহ সকল শ্রেণির মানুষের মধ্যে মাক্স বিতরণ করবেন মিটিং এর সময় এ কথা বলে তিনি তার বক্তব্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *