,

শ্যামনগরে ভাব বাংলাদেশের উদ্যোগে বৃত্তি ও পুরস্কার প্রদান

শ্যামনগর প্রতিনিধি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) এর পক্ষ থেকে শ্যামনগরে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) জনাব শহিদুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জনাব মিনা হাবিবুর রহমানের সভাপতিত্বে ৮মার্চ সোমবার দুপুর সাড়ে বারটায় উপজেলা পরিষদের হল রুমে শিক্ষা উপকরণ বিতরণ, স্কুল ও কলেজ পর্যায়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি, এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ স্কুল ও শতভাগ কম্পিউটার সাক্ষরতা পরীক্ষায় উত্তীর্ণ স্কুলকে উদ্দীপনা পুরস্কার এবং গণিত অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও তাদের শিক্ষককে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন এবং
সার্বিক সহযোগিতা করেন ভাব বাংলাদেশের অ্যাম্বেসেডর আব্দুল আলিম। এসময় আরও উপস্থিত ছিলেন ভাব প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *