,

শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

শ্যামনগর (সাতক্ষীরা) অফিস: ‘মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ও বেসরকারি সংস্থা নবলোকের আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারি প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরণ প্রকল্প, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।’
গতকাল ২৫ ফেব্রæয়ারী সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠানের সভাপতি শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম। নবলোক সংস্থার এসসিএস এ্যান্ড পিআইবিসি, আরসিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল গফুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, সাংবাদিক শেখ আফজালুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার রনজিত কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক শাহানা আক্তার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ জিয়াউল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ লতিফুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটোনারী সার্জন মোঃ জহিরুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, গাবুরা ইউপি সচিব কার্তিক চন্দ্র মন্ডল প্রমুখ। বক্তাগণ উপস্থিতিদের উদ্দেশ্যে স্ব-স্ব সংস্থার উন্নয়নমুলক কার্যক্রমের বিবরণ দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, ইউপি সচিব, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্যামনগরে জাতীয় গ্রন্থগার দিবস-২০২১ পালিত
শ্যামনগর (সাতক্ষীরা) অফিস ঃ “মুজিব বর্ষের অঙ্গিকার, গ্রামে গ্রামে পাঠাগার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৫ ফেব্রæয়ারী সকাল সাড়ে ১০ টায় স্থানীয় বে-সরকারি পাঠাগার ‘জাগরণ পাঠাগার’ এর আয়োজনে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সহায়তায় চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের মিলনায়তনে জাতীয় গ্রন্থগার দিবস-২০২১ পালন উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাস্থ্য বিধি মেনে সকলকে মাস্ক বিতরন করেন জাগরন পাঠশালার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা পাঠ, বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক বক্তৃতা, অসমাপ্ত আত্মজীবনি পাঠ প্রতিযোগিতা সহ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আহসান হাবীব, প্রধান আলোচক ছিলেন জাগরন পাঠশালার সভাপতি শেখ ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন ইউপি সদস্য সরোজিত মন্ডল। আরও উপস্থিত ছিলেন অত্র পাঠাগারের সদস্য জয়ন্ত কুমার, আব্দুর রহিম, মুর্শিদ আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *