,

সাধারণ ছুটি বা লকডাউন নিয়ে কী সিদ্ধান্ত, জানালো সরকার

ডেস্ক রিপোর্ট: নভেল করোনা ভাইরাস মহামারির বর্তমান পরিস্থিতিতে সাধারণ ছুটি বা লকডাউন ঘোষণার কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাধারণ ছুটি বা লকডাউন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গত দুদিন ধরে আলোচনার বিভ্রান্তি তৈরির প্রেক্ষাপটে সোমবার (২২ মার্চ) সরকারের এক তথ্যবিবরণীতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

সেখানে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনা জনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

একটি মহল অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২০ সালের ২৩ মার্চে প্রকাশিত সরকারি ঘোষণার পরানো ভিডিও ভাইরাল করেছে জানিয়ে তথ্যবিবরণীতে আরও বলা হয়, এ ধরনের ‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারে জড়িতদের বিষয়ে সরকার ‘কঠোর ব্যবস্থা’ নেবে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গেল বছর ২৩ মার্চ প্রথমবারের মতো ‘সাধারণ ছুটি’ ঘোষণা করেছিল সরকার। শুরুতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা হলেও পরে কয়েক দফায় তার মেয়াদ বাড়ানো হয়। ছুটি চলাচালীন সবকিছু বন্ধ থাকায় সেই পরিস্থিতি ‘লকডাউন’ হিসেবে পরিচিতি পায়।

গতকাল রবিবার একবছর আগের সেই ছুটি ঘোষণার খবর নিয়ে একটি টেলিভিশনের পুরোনো একটি ভিডিও ছড়ালে বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই সেটা নতুন লকডাউন ঘোষণার খবর বলে ধরে নেন, তাতে গুজব ছড়িয়ে পড়ে।

রবিবার কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান সাধারণ ছুটি বা লকডাউন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এখন পর্যন্ত ছুটির বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে স্বাধীনতার দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে অনুষ্ঠান চলছে, মানুষ উদযাপন করছে যথাযোগ্য মর্যাদায়। আমাদের যদি ছুটি প্রসঙ্গে কোনও সিদ্ধান্ত নিতে হয়, তাহলে হয়তো অনুষ্ঠান শেষে নেয়া হতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে, যদি পরবর্তীতে কোনও সিদ্ধান্ত নিতে হয়… হয়তোবা নেয়া হতে পারে। তবে এখন পর্যন্ত একেবারে… লেভেল থেকে আমাদের কোছে এরকম কোনও সিদ্ধান্ত আসেনি।’

এরপর দুপুরে স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নানের বরাত দিয়ে দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের স্ক্রলে দেখানো হয়, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে।

এর কিছুক্ষণ পরই সেই সংবাদ ‘সর্বাংশে মিথ্যা’ জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক বার্তায় সেই স্ক্রল সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়।

এদিকে গত দুই সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে; যা গত ৭ মাস পর সর্বোচ্চ শনাক্ত। এছাড়াও ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্য হয়েছে; যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *