বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি
নিজস্ব প্রতিবেদকঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানান হানিফ। তবে ফেসবুক পেজটি ভেরিফায়েড নয়। পেজটিতে এক লাখ ৪৫ হাজার ফলোয়ার রয়েছে।
ফেসবুক পোস্টে হানিফ লিখেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
Design & Developed BY- zahidit.com
Leave a Reply