মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোটারঃ
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা দেখছি না বলে মন্তব্য করেছেন। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এ নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না।
বদিউল আলম মজুমদারের এই মন্তব্য মূলত নির্বাচন ব্যবস্থাকে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্বারোপ করে। তার বক্তব্য থেকে বোঝা যায় যে, নির্বাচন কমিশন এবার নিরপেক্ষভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা নেই বলেও তিনি উল্লেখ করেছেন।
এটি একটি ইতিবাচক পদক্ষেপ যদি সত্যিই সব রাজনৈতিক দলকে সমান সুযোগ এবং সুষ্ঠু পরিবেশ দেওয়া হয়। তবে, বাস্তব অভিজ্ঞতা এবং অতীতের নির্বাচনগুলোতে দলীয় সরকারের অধীনে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো ছিল, তা পুরোপুরি কাটিয়ে উঠতে পারা কতটা সম্ভব হবে, সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়।
বদিউল আলমের মন্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাব পেশ করার পরিকল্পনা। এটি বাস্তবায়িত হলে হয়তো ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ হতে পারে। তবে নির্বাচনের সফলতা নির্ভর করবে কেবল নীতিগত পরিকল্পনার ওপর নয়, বরং এর কার্যকর বাস্তবায়নের ওপর।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন। যে কারণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে সাংবাদিকদের এমন প্রশ্নে বদিউল আলম বলেন, আপনাদের মতো আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি। তবে আমি তো কোনো বাধা দেখছি না। তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখছি না। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যারা সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে। কোনোরকম বাধা দেওয়া হবে না। আমি আশা করি, সব দল নির্বাচনে অংশ নেবে।
সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও উল্লেখ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply