,

আলেম ওলামাদের ঈদে উপহার দিলেন কাঁচপুরী

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ হাবিবুল্লাহ কাঁচপুরী আলেম ওলামাদের ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার দিয়েছেন। রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল নিজ ভবন প্রিয়ম টাওয়ারে ২শত জনের মাঝে এ উপহার দেওয়া হয়। তারা কেই বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ওলামালীগের নেতৃবৃন্দ ছিলেন। ঈদের এ উপহার পেয়ে আনন্দিত তারা। তারা হাবিবুল্লাহ কাঁচপুরীর পরিবারের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করেন। দীর্ঘদিন করোনা সংকটে থাকা অসহায় মানুষের পাশে থেকে হাবিবুল্লাহ কাঁচপুরী ব্যাপাক প্রশংসা কুড়িয়েছেন। ইতিপূর্র্বে প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান এবং ওলামালাগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী প্রতিদিন নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবি ৪ হাজার পরিবারের মাঝে আর্থিক সহযোগীতা ও খাদ্য সামগ্রী দিয়েছেন। হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, করোনা ভাইরাসের কারনে অসহায় মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যতদিন এ মহামারী থাকবে ততদিন অসহায় মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করে যাবো। হাবিবুল্লাহ কাঁচপুরী কুমিল্লা চৌদ্দগ্রাম, ফেনী, ডেমরা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন। এলাকাবাসী জানান, হাবিবুল্লাহ কাঁচপুরী সকল বিত্তবানদের জন্য আদর্শ। সকলেই যদি তাঁর মত করে এগিয়ে আসে তাহলে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। হাবিবুল্লাহ কাঁচপুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *