স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে বিশ্বে প্রাণ হারিয়েছেন সাড়ে চার লাখের উপরে মানুষ। নির্দিষ্ট চিকিৎসা না থাকায় অসহায় হয়ে পড়েছে পুরো বিশ্ব। করোনার কারনে বিশ্বে অর্থনীতির চাকা হুমড়ে পড়েছে। করোনা থেকে বাচঁতে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট ঔষুধ আবিস্কার করতে পারেনি বিশেষজ্ঞরা। তাই এ মাহামারি থেকে বাচাঁর একমাত্র উপায় সচেতন হওয়া। কভিড-১৯ করোনা ভাইরাস নিয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এমনটাই বলেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্যাহ কাচঁপুরী। সিদ্ধিরগঞ্জের হীরাঝিল নিজ বাসভবনে তিনি বলেন, করোনা নিয়ে আতংকিত না হয়ে সবাই আগে সচেতন হোন। আপনি সচেতন হলে করোনার ছোবল থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক দূরত্ব মেনে চলা, যেখানে সেখানে থুথু না ফেলা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া ইত্যাদি। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে সারাবিশ্ব অসহায় হয়ে পড়েছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। করোনাও একদিন শেষ হবে। হাবিবুল্যাহ কাচঁপুরী আরও বলেন, করোনার অজুহাতে কিছু ডাক্তার মানুষের চিকিৎসা দিচ্ছেনা। ওইসব ডাক্তারদের সরকার তালিকা করছে। ইতিপূর্বে কিছু ডাক্তারদের অব্যহতি দেওয়া হয়েছে। ডাক্তাররা যেহেতু করোনার অজুহাতে মানুষের চিকিৎসা করছে না তাই রোগের পরীক্ষা করাটাও অর্থহীন। কারন পরীক্ষার ফলাফল হাতে পেয়ে চিকিৎসার অভাবে আতংকিত হয়ে অনেকে মারা যাচ্ছেন। এ সমস্যা কারো একার নয়, সবার। এ দু:সময়ে ডাক্তারদের মানুষের পাশে থাকার আহবান জানান ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্যাহ কাচঁপুরী।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply