আমিনা নাহার
যতন করে এঁকেছি হৃদয় দিয়ে তারে আমি ভালবেসেছি। বলত কি আমি ভালবেসেছি? স্মৃতির ঐ মিনারটারে ভালবেসেছি যে মিনারের বুকেতে লুকিয়ে আছে আমার ৩০ লাখ শহীদের সমাধি ৩০ লাখ শহীদের নামে রাখা হল যে সমাধি সেই সমাধির বুকে তোমরা রবে চিরদিন হবে না কোনদিন সেই সমাধি থেকে বিলীন সেই সমাধি রাখব আমি বুকের খাঁচাতে সযতনে হৃদয় মাঝে, হৃদয়ের সবটুকু ভালবাসা দিয়ে আঁকব তাকে মনের ঐ মাধুরী মিশিয়ে আমার ৩০ লাখ শহীদ ছেলের সমাধিটাকে আমার আল্লাহ তুমি সহায় থেকো আমারি তরে ৩০ লাখ শহীদের সমাধিটাকে আমি আঁকতে যেন পারি অন্তর দিয়ে ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply