,

গণভবনে বসছে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আজ

মোঃ নুরউল্লাহ হোসেন,ঢাকাঃবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ মধ্যে নিরাপত্তা

বিষয়ক জাতীয় কমিটি বৈঠকে বসছে।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

 কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান বৈঠকে থাকার কথা রয়েছে। এ ছাড়াও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), বাংলাদেশ কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান এ বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *