,

চরে ৭৮ জনকে পুশইন করল বিএসএফ, খাবার-ওষুধ দিল কোস্টগার্ড

নিজস্ব প্রতিনিধিঃ
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ৭৮ জনকে শনিবার দুপুরে খাবার, পানি ও ওষুধ দিয়েছে। বিএসএফ সুন্দরবনের মান্দারবাড়ীয়ার চরে পুশইন করার খবর পেয়ে শনিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সেখানে পৌঁছে প্রথমে তাদের খাবার, পানি ও ওষুধ দেয়।

পরে পুশইন করা ৭৮জনের নাম-পরিচয় যাচাই শুরু করে কতজন বাংলাদেশি বা ভারতীয় তা শনাক্তের কাজ করছে কোস্টগার্ড।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার মেহেদী হাসান জানান, মান্দারবাড়ীয়ার চরে শুক্রবার সন্ধ্যায় পুশইনের খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশে কোস্টগার্ডের একটি জাহাজ ও একটি হাই স্পিডবোট পাঠানো হয়। সেখানকার ক্যানেলে পানি কম থাকায় জাহাজটি ঘটনাস্থলে যেতে বাধাগ্রস্থ হলে পরে সমুদ্র পথ ঘুরে জাহাজটি ঘটনাস্থলের পথে রয়েছে। হাইস্পিড বোটে ওষুধ ও খাবার নিয়ে শনিবার দুপুর পৌনে ১২টায় ঘটনাস্থলে পৌঁছায় কোস্টগার্ড সদস্যরা।

তিনি আর বলেন, কোস্টগার্ডের পক্ষ থেকে প্রথমে ১০০ কেজি শুকনো খাবার, পানি ও ওষুধ দেওয়া হয় পুশইন ব্যক্তিদের। দুপুরে তাদের খাবার দেওয়া হয়। রাতেও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর যাতে পুশইনের ঘটনা না ঘটে সেজন্য কোস্টগার্ড সতর্ক নজরদারিসহ কঠোর অবস্থানে রয়েছে।

আর পুশইন করা ৭৮জনের মধ্যে কতজন বাংলাদেশি বা ভারতীয় তা শনাক্তের কাজ করছে কোস্টগার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *